(ক) দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফাউন্ডেশন কর্তৃক এককভাবে অথবা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে গবেষণা, পরামর্শ সেবা ও সমীক্ষা কার্যক্রম পরিচালনা;
(খ) ফাউন্ডেশনের অনুষদ সদস্য ও বিশেষ বিষয়ে সার্ভিসের যোগ্যতাসম্পন্ন কর্মকর্তাদের পেশাদারিত্ব উন্নয়ন ও লব্ধ জ্ঞান যথাযথ ব্যবহারের লক্ষ্যে গুণগত (Qualitative) ও পরিমাণগত (Quantitative) গবেষণা এবং পরামর্শ সেবা (Consulting Service) কার্যক্রমে উৎসাহ প্রদান;
(গ) প্রকাশনা, কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম বা সম্মেলনের মাধ্যমে গবেষণা, পরামর্শ এবং অর্জিত জ্ঞান বিভিন্ন অংশীজনকে অবহিত করাসহ প্রশিক্ষণ কর্মসূচির উন্নয়নে গবেষণালব্ধ ফল প্রয়োগ ও প্রচার;
(ঘ) গবেষণার নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা চালু এবং বজায় রাখা এবং গবেষণা কার্যক্রমের কার্যকর সমন্বয় সাধন করা;
(ঙ) ফাউন্ডেশন পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমের গুণগত মানোন্নয়নে গবেষণা পরিচালনা;
(চ) উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা (Feasibility Study) পরিচালনার মাধ্যমে সার্ভিসের সদস্যদের দক্ষতা অর্জন এবং উন্নয়ন প্রকল্প গ্রহণে সহায়তা প্রদান;
(ছ) উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে মূল্যায়ন ও পরিবীক্ষণ কার্যক্রমে নতুন উদ্ভাবনী প্রক্রিয়া সৃষ্টি;
(জ) প্রত্যাশী সংস্থার অনুরোধে গৃহীতব্য প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা;
(ঝ) প্রত্যাশী সংস্থার অনুরোধে গবেষণা ও পরামর্শ সেবা প্রদান;
(ঞ) সরকার কর্তৃক নির্দেশিত গবেষণা বা সমীক্ষা পরিচালনা; এবং
(ট) দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে গবেষণা সংক্রান্ত কার্যক্রমের জন্য সমঝোতা স্মারকের মাধ্যমে অংশীদারিত্ব প্রতিষ্ঠা।