বিয়াম ফাউন্ডেশন গবেষণা ও পরামর্শ কেন্দ্র দেশি অথবা বিদেশি কোনো সংস্থার চাহিদা মোতাবেক যে কোনো ধরনের গবেষণা, পরামর্শ সেবা অথবা সমীক্ষার প্রস্তাব আহবান অথবা সরাসরি যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে। প্রত্যাশী সংস্থার চাহিদা অনুযায়ী গবেষণা পরিচালনা অথবা পরামর্শ সেবা প্রদান বা কেনো প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার সক্ষমতা ও যৌক্তিকতা গবেষণা ও পরামর্শ সেবা নির্বাহী কমিটি পর্যালোচনা করবে এবং কমিটির সুপারিশ অনুযায়ী গবেষণা অথবা পরামর্শ সেবা বা সমীক্ষা পরিচালনার জন্য রিসোর্স পুলের সদস্য, এসাইনমেন্ট ভিত্তিক বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় অন্যান্য বিশেষজ্ঞ সমন্বয়ে একটি ‘গবেষক টিম’ অথবা ‘পরামর্শক টিম’ গঠন করা হবে যেখানে একজন টিম লিডারসহ প্রয়োজনীয় সংখ্যক সহায়ক কর্মকর্তা ও কর্মচারী থাকবেন। ‘গবেষক টিম’ অথবা ‘পরামর্শক টিম’প্রয়োজনে সর্বোচ্চ তিন সদস্য ‘কারিগরি টিম’ গঠন করে উক্ত কারিগরি টিম হতে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবে এবং কার্যক্রমটি বাস্তবায়ন করবে। গবেষক টিম অথবা পরামর্শক টিম প্রত্যাশী সংস্থার চাহিদা মোতাবেক সংশ্লিষ্ট কাজটি সম্পন্ন করবে। মূল কাজ শুরুর পূর্বে কেন্দ্র এবং প্রত্যাশী সংস্থার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।