বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণের পেশাগত উৎকর্ষ সাধনসহ উন্নয়ন ও ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারের অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে সরকার ২০০২ সালে একটি রেজুলেশনের মাধ্যমে বাংলাদেশ ইনস্টিটিটিউট অব এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন সৃজন করে। উক্ত রেজুলেশনের অনুচ্ছেদ ৫(গ) এবং ৫(ঠ) অনুযায়ী উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ ও সেবা প্রদান সুনির্দিষ্টভাবে বিয়াম ফাউন্ডেশনের কার্যপরিধির অন্তর্ভুক্ত। তাছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি ১০৪(ঈ) অনুযায়ী বিয়াম ফাউন্ডেশন একক উৎসভিত্তিক পরামর্শক নির্বাচনের ক্ষেত্রে বিশেষায়িত সেবা প্রদানকারী যোগ্যতাসম্পন্ন প্রতিষ্ঠানের তালিকাভুক্ত। বিয়াম ফাউন্ডেশন কর্তৃক সুশৃঙ্খল ও কার্যকর গবেষণা কার্যক্রম পরিচালনা, পরামর্শ সেবা প্রদান সমীক্ষা কার্যক্রম পরিচালনা এবং এসকল ক্ষেত্রে উৎকর্ষ সাধনের জন্য “বিয়াম ফাউন্ডেশন গবেষণা ও পরামর্শ সেবা পরিচালনা নীতিমালা ২০২৩” প্রণয়ন করা হয়েছে এবং বর্ণিত নীতিমালার আলোকেই “বিয়াম ফাউন্ডেশন গবেষণা ও পরামর্শ সেবা কেন্দ্র” প্রতিষ্ঠা করা হয়েছে